দুস্থদের মাঝে তাবিথ আউয়ালের ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
রোববার তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত কাউন্সিলর অ্যাডভোকেট মাসুম খান রাজেশের উদ্যোগে গরিব, অসহায়, দিনমজুর ও নেতাকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম মতিন।
এছাড়া ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী আবু তায়েব, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বেগম মেহেরুন্নেসা হক, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামীম পারভেজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী রেজোয়ানুল হোসেন রিয়াজ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাডভোকেট মাসুম খান রাজেশ বলেন, আমরা ধারাবাহিকভাবে যতটুকু পারছি অসহায় মানুষের মাঝে বিভিন্ন মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এলাকার নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় খোঁজ-খবর নিয়ে আমাদেরকে জানালে আমরা একটি তালিকা করে তাদেরকে এই সহযোগিতা প্রদান করছি। আমরা এ কাজ অব্যাহত রাখবো।
কেএইচ/এমএসএইচ