দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দলে ঠাঁই হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান নিক্সন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, মো. রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলে পদবিতে কে কোন পদ পেল, তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু কাজ করতে পারে, সেদিক বিচার করা হবে।’

তিনি আরও বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের এ দলে ঠাঁই হবে না। এছাড়া যেসব জেলায় কমিটি করা হয়নি সেগুলো শিগগিরই হালনাগাদ করা হবে।

সুকান্ত সরকার/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।