সস্ত্রীক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন যুবলীগ চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০২১

সস্ত্রীক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তারা টিকা নেন।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পর যুবলীগ চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, ‘যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ নেয়ার আবশ্যকতা রয়েছে। টিকা গ্রহণ সবার জন্য অনস্বীকার্য হয়ে পড়েছে। তবে টিকা গ্রহণ করলেই শুধু হবে না, আমাদের অবশ্যই মাস্ক পরিধান করা অব্যাহত রাখতে হবে।’

এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সাথে ছিলেন তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

এসইউজে/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।