রওশন এরশাদের রোগমুক্তি কামনায় হবিগঞ্জে দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৭ আগস্ট ২০২১

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় হবিগঞ্জ বার লাইব্রেরি হল রুমে জেলা জাতীয় পার্টি এ সভা ও দোআ মাহফিলের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।

সভা ও দোআ মাহফিল পরিচালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান।

এসময় অন্যদের মধ্যে জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা, কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি তাজ উদ্দিন বাবুল, যুবসংহতির সাবেক সভাপতি কাজল আহমেদ, যুবসংহতির আহ্বায়ক শিবলী খায়ের, কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, যুবসংহতির সদস্য সচিব অলিউর রহমান সোহাগ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল ছালাম প্রমুখ।

এইচএস/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।