নেত্রকোনা ছাত্রদল নেতা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার
শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার হওয়া নেত্রকোনার মদন পৌর ছাত্রদলের এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে নেত্রকোনা জেলার মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুর রহমান মিঠুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কেএইচ/এআরএ