‘রিয়াজ উদ্দিন ছিলেন একজন আদর্শবান সাংবাদিক’
একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাকে একজন ‘আদর্শবান সাংবাদিক’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার (২৫ ডিসেম্বর) এক শোকবার্তায় রিয়াজ উদ্দিন আহমেদের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।
শোকবার্তায় জিএম কাদের বলেন, সদ্য প্রয়াত রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যমকর্মী। তিনি গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত অধিকার আদায়ের সংগ্রামে নিরলসভাবে কাজ করেছেন। দেশের গণমাধ্যমকর্মীদের অভিভাবক হিসেবে বারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নে। তিনি ছিলেন একজন আদর্শবান সাংবাদিক।
দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মারা যান ৭৭ বছর বয়সী রিয়াজ উদ্দিন আহমেদ।
সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন। তিনি চার মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।
এসএম/এমকেআর/এএসএম