‘দুর্নীতির বিরুদ্ধে কঠিন ভাষায় লিখেছি, বলেছি দুদক দুর্নীতিগ্রস্ত’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
বইমেলায় কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, বাংলাদেশে আজকে যে দুর্নীতি চলছে এর বিরুদ্ধে আমি কঠিন ভাষায় লিখেছি এবং আমি বলেছি, দুদক দুর্নীতিগ্রস্ত। তার প্রমাণ কিন্তু এরই মধ্যে পাওয়া গেছে। একজন পরিচালকে (উপ-পরিচালক) চাকরিচ্যুত করেছে দুদক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলায় প্রকাশিত নিজের লেখা বই ‘সত্য যে কঠিন’ এর মোড়ক উন্মোচন শেষে জাগো নিউজকে তিনি এসব কথা বলেন।
ইস্তামিন প্রকাশন থেকে তার লেখা বইটি এবারের বইমেলায় প্রকাশিত হয়।

কাদের মির্জা বলেন, বাংলাদেশে যে দুর্নীতি রয়েছে আমি আমার বইয়ে লিখেছি। দুদকও দুর্নীতিগ্রস্ত। এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি বলেন, বইটি মূলত আমার আত্মজীবনীমূলক গ্রন্থ। এখানে অতীতে আমি যেসব বই পড়েছি সেগুলো থেকে কিছু তথ্য নিয়ে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।

লেখক কাদের মির্জা জাগো নিউজকে বলেন, দেশের জন্য তরুণ প্রজন্মকে আসলে কী করা উচিত তাদের সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমার বইয়ের মাধ্যমে।

আরএসএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।