জাপার সংসদ সদস্য আদেলুরকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১২ মে ২০২২
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান

জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব আশিক আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দলের ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমানকে শোকজ করা হয়েছে।

বৃহম্পতিবার (১২ মে) জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত এক চিঠিতে আদেলকে শোকজ করা হয়। দলটির দায়িত্বশীল সূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

শোকজ করা চিঠিতে বলা হয়, গত ১৯ মে বেলা ১টা ৩০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দোতলায় পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদের সঙ্গে আপনি যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন তা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে আপনাকে কেন জাতীয় পার্টির সব পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হবে না- তা আগামী তিন দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ করা হলো।

জানা গেছে, মহাসচিবের সই করা শোকজের চিঠি এরই মধ্যে আদেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে । বিরোধের জের ধরে গত সোমবার দুপুরে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বনানী অফিসে তারই উপস্থিতিতে পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলুর ছেলে দলের যুগ্ম মহাসচিব আশিক আহমেদকে রুমে ডেকে নিয়ে শারিরীকভাবে লাঞ্ছিত করে দলের ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান।

পরে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা আশিককে উদ্ধার করেন। এসময় তার পরনে পাঞ্জাবি ছেড়া ও শরীরে কিল ঘুষির দাগ দেখা যায়।

এসএম/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।