চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল বিএনপি: শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:০১ এএম, ১৩ জুলাই ২০২২

বিএনপি ২০০৫ সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেছেন, আমরা ক্ষমতায় এসে যাচাই-বাছাই করে তাদের বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালিপাড়া উপজেলার ১৬০ মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, যাচাই-বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাজ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে, তাহলে এটা দুঃখজনক। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোনো টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবেন।

এসময় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

 

মেহেদী হাসান/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।