ডায়াবেটিস রোগীদের মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছয়গুণ!


প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি সুস্থ স্বাভাবিক মানুষের চেয়ে ছয়গুণ! ডায়াবেটিকজনিত জটিলতার পাশাপাশি মানসিক অবসাদে ভোগার কারণে সহজেই ক্লান্ত হয়ে পড়া, ক্ষুধামন্দা ও স্বাভাবিক ঘুমের ব্যাঘাত ঘটে। চিকিৎসার শুরুতে মানসিক অবসাদের বিষয়টি উপেক্ষিত থাকার ফলে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডায়াবেটিস ও মানসিক অবসাদের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় একই এলাকার, একই বয়সের একই লিঙ্গের ৫৭১ জন ডায়াবেটিসে আক্রান্ত ও সমসংখ্যক ৫৭১ জন ডায়াবেটিস নেই এমন মানুষের ওপর প্রকাশিত গবেষণা প্রতিবেদন ফলাফলে বলা হয় ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা বহু গুণ বেশি মানসিক অবসাদে ভুগছেন।

ইতোপূর্বে দেশে টাইপ ২ ডায়াবেটিস রোগীর ওপর পরিচালিত অপর এক গবেষণায় মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল।

আইসিডিডিআরবি’র সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর ও জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ, ইউনিভার্সিটি অব সিডনি অষ্ট্রেলিয়ার পোষ্ট ডক্টরাল রির্সাচ ফেলো ডা. সিরাজুল ইসলাম বলেন, মানসিক অবসাদে আক্রান্ত ডায়াবেটিক রোগীরা যথোপযুক্ত মনোচিকিৎসা পায়না। ডায়াবেটিকের ওষুধসেবন ও কায়িক পরিশ্রমের পাশাপাশি মনোচিকিৎসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

এমইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।