শুচি-তানভীরের কণ্ঠে নজরুলের গান
সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের অঙ্গ সংগঠন অগ্নিবীণা থেকে প্রকাশ হয়েছে নাহিয়ান দুরদানা শুচি ও তানভীর আহমেদের কণ্ঠের দ্বৈত অ্যালবাম। নজরুল সংগীতের গান নিয়ে সাজানো এই অ্যালবামের নাম ‘তুমি আমি দু’জন প্রিয়’।
গেল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ছায়ানট সংস্কৃতিক ভবন মিলনায়তনে এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অ্যালবামটি এখন পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র অডিও বাজারে।
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীদ্বয়কে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন সংগীতগুরু ওস্তাদ আজাদ রহমান, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল ও জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুইয়া খালেদ।
এলএ