সোমবার সুন্দরবন যাচ্ছেন রাষ্ট্রপতি
ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার দুই দিনের সফরে সুন্দরবন, পায়রা বন্দর ও কুয়াকাটা যাচ্ছেন। সোমবার সকালে তিনি হেলিকপ্টারযোগে সুন্দরবনের হিরন পয়েন্টে পৌঁছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইটে বনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি সোমবার বিকেল পর্যন্ত চার ঘণ্টা সুন্দরবন পরিদর্শন শেষে হেলিকপ্টারযোগে পটুয়াখালীর নির্মিত পায়রা বন্দরে যাবেন। পায়রা বন্দর পরিদর্শন শেষে কুয়াকাটায় পৌঁছে সেখানকার পর্যটন এলাকাগুলো পরিদর্শন করবেন। রাতে কুয়াকাটায় পর্যটন হলিডে কমপ্লেক্সে রাত্রীযাপন শেষে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতির সুন্দরবন, পায়রা বন্দর ও কুয়াকাটা দুই দিনের সফরের পুনঃসশোধিত সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
শওকত আলী বাবু/এফএ/এআরএ/এমএস