বক্ষবন্ধনীর ভেতরে ঢুকিয়ে মাদক পাচারের চেষ্টা
আন্তর্জাতিক মাদক পাচারকারীরা অভিনব উপায়ে অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণে মাদক দ্রব্য মেথাএমফেটামিন পাচারের চেষ্টা করছিলো। কিন্তু শেষ পর্যন্ত সিডনির পুলিশের হাতে এসব ধরা পড়েছে। পাচারকারীরা প্যাডেড জেল বক্ষবন্ধনীর ভেতরে ঢুকিয়ে এই মাদক দ্রব্য পাচারের চেষ্টা করেছিলো।
পুলিশ বলছে, জেল বক্ষবন্ধনীর ভেতরে অত্যন্ত কৌশলে ঢুকিয়ে দেওয়া এই মাদকের মূল্য প্রায় এক বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। প্যাডেড বক্ষবন্ধনী তৈরির জন্যে এসব জেল ব্যবহার করা হয়। এই পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে একজন চীনা এবং হং কং এর চার ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, হং কং থেকে ৭২০ লিটার বা ১৬০ গ্যালন মেথাএমফেটামিন পাচারের চেষ্টা হচ্ছিলো অস্ট্রেলিয়ায়। দেশটির আইনমন্ত্রী বিবিসিকে বলেন, অপরাধী চক্রটি অস্ট্রেলিয়ার ‘আইস মার্কেট’ থেকে প্রচুর মুনাফা অর্জনের চেষ্টা করছিলো।
অস্ট্রেলিয়ায় মেথাএমফেটামিন মাদকের বাজার ‘আইস মার্কেট’ হিসেবে পরিচিত। এর ব্যবহারকারীদের কাছে এটি আইস নামেই পরিচিত। বলা হচ্ছে, দেশটির ইতিহাসে এতো বড়ো মাদকের চালান এর আগে কখনো ধরা পড়েনি।
এসআইএস/আরআইপি