শহীদ সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী পালন


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

যথাযোগ্য মর্যাদায় শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী সোমবার পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ১৯৬৯ সালের এই দিনে তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী হাতে নিহত হন।

জহুরুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামস্থ বিএএফ ঘাঁটি জহুরুল হক কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান সেনা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।