বইমেলায় কাচের কানাভোলা


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় এসেছে কবি মাসুম মোকাররমের দ্বিতীয় কবিতার বই ‘কাচের কানাভোলা’। বইটি বাংলা একাডেমি প্রাঙ্গণের লিটলম্যাগ চত্বরে ২৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশ করেছে মেঘ প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।

এবারের বইটি ভিন্ন রকমের কবিতার ফর্ম তুলে এনেছে। বইটিতে পাঠক গদ্য ফর্মে কবিতা পাবেন। এর সবগুলো কবিতা একই ধরনের কিন্তু প্রতিটি কবিতার অনুভূতিগুলো ভিন্ন রকম। যে কবিতাগুলো পড়বে সেই ভিন্ন ভিন্ন অনুভূতি উপভোগ করতে পারবে।

এসইউ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।