বিএনপি-জামায়াত হতাশার গভীর খাদে নিমজ্জিত হবে: হুইপ স্বপন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ পিএম, ১৮ নভেম্বর ২০২২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতি বলছে, অবিলম্বে বিএনপি-জামায়াতের কল্পিত আন্দোলন বরাবরের মতই ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে যাবে। হতাশ বিএনপি-জামায়াত অধিক হতাশার গভীর খাদে নিমজ্জিত হবে।

শুক্রবার (১৮ নভেম্বর) কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৮ সালের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে মাত্র ৩০ আসন পেয়ে বিএনপি-জামায়াত শিবিরে হতাশা নেমে আসে। ২০১৪ সালে নির্বাচন বয়কটের হঠকারিতা, সরকার পতনে ব্যর্থতা এবং ২০১৮ সালে মনোনয়ন বাণিজ্যের কারণে তাদের হতাশা আরও বেড়ে গিয়েছে।

হুইপ স্বপন আরও বলেন, সম্প্রতি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণে উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি-জামায়াত মনে করেছিল বাংলাদেশ চরম সংকটে পড়বে। দেশ ধ্বংস হোক আপত্তি নেই, আওয়ামী লীগ বেকাদায় পড়বে। তারা সারাদিন প্রচার শুরু করে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, শ্রীলঙ্কা হবে। কিন্তু বিশ্বের অন্যতম সফল রাষ্ট্রনেতা জননেত্রী শেখ হাসিনা তার অপরিসীম প্রাজ্ঞতা দিয়ে বাংলাদেশকে সফল পথে পরিচালিত করছেন।

তিনি বলেন, শকুনের দোয়া কাজে আসছে না। সম্প্রতি আইএমএফ মিশন এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের ঢাকা সফর ও মন্তব্যের কারণে বিএনপি-জামায়াতের টিমটিম করে জ্বলে ওঠা আশার প্রদীপটিও ধপ করে নিভে গেছে।

ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেবের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

আরও বক্তব্য রাখেন- সাইমুম সারোয়ার কমল এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, কর্নেল (অব.) ফোরকান আহমেদ, মাহবুবুল হক মুকুল, ইমরুল হাসান রাশেদ, হুমায়ুন কবির হিমু প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের সরাসরি ভোটে আবু তালেব সভাপতি ও ইমরুল হাসান রাশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এসইউজে/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।