বেলুনে ওড়ানো চিঠি ১৪৬ বছর পর অস্ট্রেলিয়ায়


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
১৮৭০ সালের ৭ই ডিসেম্বর চিঠিটি পোস্ট করা হয়

১৪৬ বছর প্যারিসে বেলুনে ওড়ানো একটি চিঠি অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। প্রুসিয়া ফ্রান্স আক্রমণ করার সময় মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি উড়িয়েছিলেন এক সন্তান। সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এই চিঠির সন্ধান পাওয়া গেছে। এখন দেশটির জাতীয় আর্কাইভ কর্তৃপক্ষ জানতে চায় কিভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছল এই চিঠি। খবর বিবিসির।

১৮৭০ সালে ফ্রান্সের রাজধানীতে বসবাসকারী এক ব্যক্তি নর্ম্যান্ডিতে তার মাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন। চিঠিতে তিনি জানতে চান মা ও তার পরিবার নিরাপদ রয়েছে কিনা?

শত্রুপক্ষ সিন নদী দিয়ে যাওয়া টেলিগ্রামের তার কেটে দেয়ায় প্রায় ২০ লাখ চিঠি গরম বাতাসের বেলুনে করে পাঠানো হয়েছিল। সাবধানতার সঙ্গে ছোট খামে ভরে চিঠিগুলো বেলুনে করে শত্রুপক্ষের ওপর দিয়ে উড়িয়ে দেয়া হত। তবে এই চিঠিটি কিভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছল তা এখন রহস্য।

জেএইচ/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।