জটিলতার অবসান, এক মঞ্চে দেবর-ভাবি
নানা নাটকীয়তার পর রোববার (১ জানুয়ারি) জাতীয় পার্টির (জাপা) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একই মঞ্চে দেখা গেছে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জি এম কাদেরকে।
এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, রাজনৈতিক জীবনে চলার পথে ছোটখাটো মান-অভিমান সৃষ্টি হতেই পারে। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে যেতে হবে। আমাদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থ আগে দেখতে হবে।
তিনি বলেন, বয়োজ্যেষ্ঠ নেতাদের সম্মান দেখাতে হবে। সবাইকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলতে হবে। সৌজন্যবোধ থাকতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকলে পার্টি শক্তিশালী থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে জানিয়ে রওশন এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশানুরূপ ফলাফল অর্জন করার লক্ষ্যে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
গত বছরের আগস্টে হঠাৎ কাউন্সিলের ঘোষণা দিলে রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরপন্থিদের বিরোধের সূত্রপাত।
ওই সময় জি এম কাদেরপন্থিরা জানিয়েছিলেন, তিনি দলের গঠনতন্ত্র অনুসারে সেটা করতে পারেন না। সে সময় রওশন এরশাদ থাইল্যান্ডে ছিলেন। গত ২৭ নভেম্বর দেশে ফিরে দলে ঐক্যের ডাক দেন রওশন এরশাদ।
রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জাপার নেতাকর্মীরা। দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে শোভাযাত্রা জিপিও মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল, শিল্পকলা একাডেমি হয়ে রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়।
এসএম/আরএডি/জিকেএস