বইমেলায় আগুন


প্রকাশিত: ০২:৩১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশের বইমেলায় আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বইমেলার শিশু কর্নারের একটি স্টলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই দুর্বৃত্তের চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের প্লাটফর্ম নামের একটি প্রকাশনীর ৪৯২ নম্বর স্টলে এ ঘটনা ঘটে।

স্টলের কর্মচারী প্রসেনজিৎ রায় জানান, ‘আমরা প্রথমে পেট্রলের গন্ধ পাই। পরে স্টলের পেছনে গিয়ে দেখি কে বা কারা কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। আমরা প্রথমে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ারসার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।’

আগুনে স্টলের তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে প্লাটফর্ম নামের প্রকাশনীর স্টলের পেছনে আগুন দেয়ার চেষ্টা করা হয়। আগুন দেয়ার সঙ্গে জড়িত দু’জনের চেহারা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘ঘটনা সত্য। দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করে পালিয়ে গেছে। তদন্ত না করে এই মুহূর্তে কিছুই বলা যাবে না।’

পুলিশকে সব জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিসি ক্যামরায় ছবি রয়েছে। সব বেরিয়ে আসবে। ভয়ের কোনো কারণ নেই। মেলা কমিটি এবং আইনশৃঙ্খলাবাহিনী সজাগ রয়েছে।’

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।