ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা প্রত্যাহার আম্পায়ার নাদির শাহর


প্রকাশিত: ০৫:২১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের সকল এবং আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়রিংয়ে দশ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ। এরই মধ্যে তার শাস্তির প্রায় সাড়ে তিন বছর পেরিয়েও গেছে। তবে বারবার বাংলাদেশে ক্রিকেট বোর্ডের কাছে শান্তি মওকুফের আবেদন করায় নাদির শাহের উপর থেকে আরোপিত শাস্তি আংশিক তুলে নিয়েছে বিসিবি।

নাদির শাহের ওপর থেকে তুলে নেয়ার বিষয়ে বিসিবির সভায় আলোচনা করা হয়। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়, ঘরোয়া ক্রিকেটে নাদির শাহের ওপর থেকে শাস্তি তুলে নেয়া হবে।

এ বিষয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘নাদির শাহকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি। অনান্য দেশে যারা একই রকম শাস্তি পেয়েছিল, তাদের কেউেই তিন বছরের বেশি শাস্তি পায়নি। সেজন্য আমরা আজকে বোর্ডে সিদ্ধান্ত নিয়েছি ঘরোয়া ক্রিকেটর জন্য তখন থেকে তুলে নেয়া হবে। সে ঘরোয়া ক্রিকেট আম্পায়ারিং করতে পারবে।’

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।