বিশ্বে অস্ত্র আমদানির শীর্ষে ভারত


প্রকাশিত: ১০:০২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এ তালিকায় রয়েছে দশম স্থানে। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানিতে শীর্ষে ও বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দ্যা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনিস্টিটিউট (এসআইপিআরআই) ২০১৫ সালে অস্ত্র আমদানি-রফতানি বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অস্ত্র আমদানির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এর পরের অবস্থানে রয়েছে মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, চীন, ভিয়েতনাম, গ্রিস ও পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১৪, সৌদি আরবের ৮ দশমিক ৫, চীনের ৪ দশমিক ৭৭, আরব আমিরাতে ৪ দশমিক ৬ ও অস্টেলিয়ার অস্ত্র কেনার প্রবণতা শতকরা ৩ দশমিক ৬ ভাগ বৃদ্ধি পেয়েছে।

২০১৪ সালে অস্ত্র আমদানিতে নবম স্থানে ছিল পাকিস্তান। এছাড়া এর পরেই ছিল ভারত। ২০১৫ সালে ভারত ৩০৭ কোটি ৮০ লাখ ডলারের অস্ত্র আমদানি করেছে। যেখানে পাকিস্তান করেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র। এর মধ্যে চীন সবচেয়ে বেশি অর্থের অস্ত্র দিয়েছে পাকিস্তানকে। ২০১৫ সালে চীন পাকিস্তানের কাছে ৫৬ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে। আর আমেরিকার কাছ থেকে পাকিস্তান অস্ত্র আমদানি করেছে ছয় কোটি ৬০ লাখ ডলারের।

ভারতের কাছে সবচেয়ে বেশি ১৯৬ কোটি ৪০ লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে রাশিয়া। এছাড়া ভারত ইসরায়েলের কাছ থেকে ৩১ কোটি ৬০ লাখ ও আমেরিকার কাছ থেকে ৩০ কোটি ২০ লাখ ডলারের অস্ত্র কিনেছে বলে এসআইপিআরআই জানিয়েছে।

২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বিশ্বের দ্বিতীয় প্রধান অস্ত্র আমদানিকারক দেশ ছিল সৌদি আরব। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের চেয়ে গত পাঁচ বছরে সৌদি আরব অস্ত্র আমদানির পরিমাণ বাড়িয়েছে শতকরা ২৭৫ ভাগ। এছাড়া, ২০১৫ সালে আরব জোটের দেশ সংযুক্ত আরব আমিরাত অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে শতকরা ৩৫ ভাগ, কাতার ২৭৯ ভাগ এবং মিশর ৩৭ ভাগ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।