তিতুমীর কলেজের ছাত্রাবাস থেকে আটক ৮


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে অন্তত ৮ জনকে আটক করেছে বনানী থানা পুলিশ। বুধবার বিকেলে এই অভিযানটি পরিচালনা করা হয়।
 
এর আগে অনার্সের ফরম পূরণে বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে কলেজের শিক্ষার্থীদের একটি গ্রুপ। এ ঘটনায় রহমত (২১) ও ইয়াজুল ইসলাম (২২) নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।
 
পরে হামলাকারী শিক্ষার্থীদের ধরতে অভিযান চালায় পুলিশ। এবিষয়ে বনানী থানার ওসি (তদন্ত) ওয়াহীদুজ্জামান বলেন, ‘ঘটনার পরে বহিরাগতদের ধরতে ছাত্রাবাসটিতে অভিযান চালানো হয়। এসময় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’
 
আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
 
এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।