উপ-নির্বাচন পরিচালনায় জাপার সাংগঠনিক কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৯ জানুয়ারি ২০২৩

জাতীয় সংসদ উপ-নির্বাচন পরিচালনায় আসন অনুযায়ী চারটি সাংগঠনিক কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। বুধবার (১৮ জানুয়ারি) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক বিষয়টি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় সাংগঠনিক দলের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদকে। এই কমিটির সদস্য প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মোস্তফা আল মাহমুদ, মো. আতিকুর রহমান আতিক ছাড়াও দলটির নেতা ড. নুরুল আজহার শামীম, এমএ মুনিম চৌধুরী বাবু, ইয়াহ ইয়া চৌধুরী, তারেক এ আদেল, গোলাম মোহাম্মদ রাজু, মো. হেলাল উদ্দিন ও মিজানুর রহমান মিরু।

বগুড়া-৪ উপ-নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়কারী জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। জাপা নেতা অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, এস এম ইয়াসির, হাজী সালাউদ্দিন খোকা মোল্লা, আলহাজ মো. আব্দুর রাজ্জাক ও খোরশেদ আলম খুশু এই কমিটির সদস্য।

বগুড়া-৬ উপ-নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় সাংগঠনিক দলের প্রধান সমন্বয়কারী জাপার প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। এর সদস্যরা হলেন জাপার প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। এছাড়া জাপা নেতা এমএ কুদ্দুস, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, আমির হোসেন ভূঁইয়া, ইফতেকার আহসান হাসান এই কমিটির সদস্য।

একইভাবে ঠাকুরগাঁও-৩ উপ-নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়কারী জাপার প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দীন আহমেদ মিলন। এছাড়া আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, জাপা নেতা মনিরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, মৌলভী মো. ইলিয়াস, এইচ এম শাহরিয়ার আসিফ, ফখরুল আহসান শাহজাদা, মো. সাইফুল ইসলাম ও আহাদ চৌধুরী শাহীন এর সদস্য।

আগামী ১ ফেব্রুয়ারি আসনগুলোতে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে অ্যাডভোকেট রেজাউল ইসলাম, বগুড়া-৬ মো. নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ শাহীন মোস্তফা কামাল ও ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ জাপার প্রার্থী।

এসএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।