বিশ্বকাপে নারী আম্পায়ার


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির আসরে নারীদের ম্যাচে প্রথম বারের মত আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নারী আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রথমবারের বিশ্বকাপের ম্যাচে নারী আম্পায়ার নিয়োগ করছে।

চেন্নাইতে ১৬ই মার্চে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নারীদের বিশ্ব টি২০ ম্যাচটিতে ভারতের অনিল চৌধুরির সঙ্গে আম্পায়ারিং করবেন নিউ জিল্যান্ডের ক্যাথলিন ক্রস। এর দুদিন পর মোহালিতে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের নারীদের মধ্যে ম্যাচে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। তার সঙ্গে থাকছেন ভারতের ভিনিত কুলকার্নি।

এর আগে ২০১৪ সালে মিস ক্রস মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির আম্পায়ার প্যানেলে প্রথমবারের মত যুক্ত হন। মার্চে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির ষষ্ঠ আসরে মোট ৩১জন আম্পায়ারের দলে থাকছেন এই দুইজন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।