উ. কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানা সাত সপ্তাহের আলোচনার পর এ খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা হয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

সম্প্রতি পিয়ং ইয়ংয়ের পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে উত্তর কোরিয়ায় যাতায়াতকারী কার্গোকে বাধ্যতামূলক পরীক্ষা ও দেশটির বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করারও আহ্বানও জানানো হয়।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার বলেন, এসব বাধ্যতামূলক বিধি-নিষেধের মাধ্যমে পিয়ংইয়ংয়ের ওপর কঠোর চাপ তৈরি করা হবে।

চলতি সপ্তাহের শেষের দিকে এ প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন এ নিষেধাজ্ঞা প্রস্তাবের বিষয়ে চীনের দূত লি জিয়ি বলেন, আমরা যে কোন ধরনের পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরোধী। ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা ঠেকাতে নতুন এ প্রস্তাব সহায়তা করবে।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।