খালেদাকে স্মৃতিসৌধে যেতে মানা করলেন হাছান
২৬শে মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে না যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশের মানুষ বিক্ষুব্ধ। তারা আপনাকে (খালেদাকে) প্রতিহত করতে পারেন। যেহেতু আপনি (খালেদা জিয়া) শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাই আপনি কেন শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন?’
তিনি আরো বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী পায় না বিএনপি। বিএনপি অফিসে চেয়ারে বসা নিয়ে মারামারি করে তারা। একইরকমভাবে তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার জন্যও তারা মারামারি করেন। এই কারণেই তারা ইউপি নির্বাচনে প্রার্থী দিতে পারছে না।’
হাছান বলেন, ‘বিডিআর হত্যার সঙ্গে খালেদা যুক্ত ছিলেন, তা তদন্ত করে দেখার আহ্বান জানাচ্ছি।’
আলোচনা সভায় প্রধান বক্তা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি যতই বিদেশি শক্তি ও ইউনূস তত্ত্ব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন লাভ হবে না। তাদের সুদিন ফিরবে না।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী মীর কাসেম আলী দুর্ধর্ষ ব্যক্তি। এর আগে মীর কাসেম বিচার কার্যকে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন। আগামী ৮ মার্চ পর্যন্ত সজাগ থাকতে হবে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।
এএসএস/এনএফ/এমএস