শাহবাগে ছাত্রদল নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যায় শাখা ছাত্রদলের এক নেতাকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে ছাত্রলীগ। পরে শাহবাগ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়।

জানা গেছে, শুক্রবার রাত ৯টায় পাবলিক লাইব্রেরির সামনে ছাত্রলীগের হামলার শিকার হন শিপন বিশ্বাস নামের এ ছাত্রনেতা।

এদিকে দলীয় সূত্র জানায়, আহত শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

এসএম হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুল বাশার জাগো নিউজকে বলেন, নিয়মিত ছাত্র হিসেবে শিপন ক্যাম্পাসে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু যারাই হামলা করুক এর দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। তিনি হামলাকারী অস্ত্রধারী ছাত্রলীগ ক্যাডারদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ঢাবি প্রক্টর আমজাদ আলী জানান, আমি কিছু জানি না। বিয়ষটি খতিয়ে দেখা হচ্ছে।

জেইউ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।