বিচার বিভাগের কাঠামো ধ্বংস হয়ে গেছে


প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

বিচার বিভাগের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নিয়ম বহিঃভূত বিচারপতি নিয়োগের ফলে বিচার বিভাগের কাঠামো ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ বিচার বিভাগকে নিয়ে যা প্রত্যাশা করে তা থেকে বিন্দুমাত্র কিছু পায় না। তাদের প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে অনেক ফারাক সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তুচ্ছ মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের রিমান্ডে নেয়ার সমালোচনা করে তিনি বলেন, ৭ খুনের আসামি নূর হোসেনের একটি দিনের জন্যও রিমান্ড হল না। কিন্তু বিএনপির নেতাকর্মীদের অতি তুচ্ছ মামলায় রিমান্ডে নিয়ে পাশবিক নির্যাতন করা হয়।

তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। দেশে এক অস্থিরতা বিরাজ করছে।

দেশে গণতন্ত্র নেই, আছে লুন্টনতন্ত্র উল্লেখ করে তিনি আরো বলেন, ক্রেডিট কার্ড জালিয়াতি করায় যে বিদেশিকে গ্রেফতার করা হয়েছিল, তার দেয়া তথ্যে আওয়ামী লীগের বড় নেতাদের নাম উঠে এসেছে। এ জন্য সাংবাদিকদের কাছে সাক্ষাত ব্যবস্থা করে দিচ্ছে না পুলিশ।

কোটি টাকার জালিয়াতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ লিখছে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে আরো গতিশীল করতে এবারের কাউন্সিলে আরো নতুনত্ব আসছে জানিয়ে তিনি আরো বলেন, এবার কমিটি ঘোষণার সাথে নতুন করে উপ-কমিটিও ঘোষণা করা হবে। কমিটি সারা বছর দেশের আন্দোলন পরিচালনা করবে। কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ এ সরকারের পতন ঘটানো হবে।

এ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দাবি করে তিনি বলেন, সরকার পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন না করে গণহারে পাশ করিয়ে দিচ্ছে। আর পাবলিক বিশ্ববিদ্যায়ে পরীক্ষায় এসে গণহারে ফেইল করে।

আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-সেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।