বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় আরো ১১ জন আহত হন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের লক্ষ্মীতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল চালক দিনেশ রায় (৫০) ও তার স্ত্রী শ্যামলতা (৪৫)।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, বাবলু এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে বাসটি লক্ষ্মীতলা মোড় এলাকায় একটি মোটরসাইকেল চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই দীনেশ ও তার স্ত্রী শ্যামলতা নিহত হন।
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, আহত বাসচালক সাকিব (৪৮), মালতি (৬০), আব্দুর রশিদ (৪০), ফিরোজ (৩২), আবু তাহের (৩৫) ও দুলালকে (৩৫) ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি