সাবেক কাস্টমস কর্মকর্তা দেলোয়ারের বিরুদ্ধে মামলা চলবে


প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের-২০০৪ এর দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে রোববার হাইকোর্টের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

এ রায়ের ফলে দুদকের ২৬ (২) ও ২৭ (১) ধারা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা সাবেক কাস্টমস কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন ড. কাজী আখতার হামিদ, অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

জানা যায়, ২০১০ সালের ২৯ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন শিবলী কাস্টমস কর্মকর্তা দেলোয়ার হোসেনের সম্পত্তির হিসাব চেয়েছিলেন। দেলোয়ার হোসেন সম্পদের হিসাব জমা না দেয়ায় ২০১১ সালের মে মাসে দুদকের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় দেলোয়ার হোসেন ছাড়াও তার স্ত্রী ও ছেলেকে আসামি করা হয়। এ মামলার পর দুদকের ওই দুই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিটটি দায়ের করেন।

রিটে, দুদক আইনকে অপব্যবহার করেই ব্যক্তি আক্রোশে মামলাটি দায়ের করা হয়েছে। তাছাড়া তিনজন পৃথক করদাতা হলেও একই মামলায় সকলকে আসামি করা বে-আইনি। এরপর হাইকোর্ট রুল জারি করেন।

জারি করা রুলে দুদকের ওই দুই ধারা, সম্পত্তির হিসাব তলবের বিষয়ে দুদকের প্রজ্ঞাপন এবং মামলা কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছিল।

আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। ফলে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।