সাতক্ষীরায় এনজিও পরিচালকের বিরুদ্ধে রিটার্নিং অফিসে অভিযোগ


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বেসরকারি এনজিও সংস্থা উত্তরন প্রচেষ্টার পরিচালক শহিদুল ইসলামের বিরেুদ্ধে সাধারণ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে রোববার বেলা ৩টায় তালা উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এলাকার সাধারণ মানুষ।

লিখিত অভিযোগে এলাকার সাধারণ ভোটারদের পক্ষে বাহারুল ইসলাম জানান, তালার বেসরকারি এনজিও সংস্থা উত্তরনের পরিচালক শহিদুল ইসলাম সাধারণ ভোটারদের নানাভাবে প্রভাবিত করছেন। আসন্ন ২২ মার্চের ইউপি নির্বাচনকে সামনে রেখে জাতপুর এলাকায় গ্রাম উন্নয়ন কমিটি নামে তালা সদর ইউপির ৫নং ওয়ার্ডের জাতপুর, ডাংগানলতা ও আলাদিপুর গ্রামের পাড়া ভিত্তিক কমিটির তালিকা তৈরি করেছেন। প্রত্যেক পাড়ায় তিনজনকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধানদের মাধ্যমে প্রত্যেক পরিবার প্রতি ২/৩ কেজি করে গরু বা খাসির মাংস পাঠানোর প্রস্তুতিসহ পাড়া কমিটির একজন করে সভাপতি বানিয়ে তার মাধ্যমে উক্ত পাড়ার সাধারণ মানুষদের ডেকে রাজকীয় খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত শনিবার এ সংক্রান্ত বিষয়ে উত্তরনের তালাস্থ প্রধান কার্যালয়ে একটি প্রস্তুতিসভা সম্পন্ন করেছেন। তাছাড়া সাধারণ ভোটারদের প্রভাবিত করতে সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে ইউপির বিভিন্ন এলাকায় গরীব মানুষদের তালিকা তৈরি করছেন। তালিকা প্রস্তুতকারী ব্যক্তি ইতোমধ্যে তালার ৪নং ওয়ার্ডের খানপুর এলাকায় বলেছেন যে, এদেরকে ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে। তাছাড়া নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীর পক্ষে সরাসরি ভোট প্রার্থনা করছেন। যা এনজিও বিধি ও নির্বাচনী আচরণ পরিপন্থি।

লিখিত অভিযোগে তিনি, এনজিও সংগঠনগুলোর কার্যক্রম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত বন্ধসহ গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে যেন কোনোভাবেই সাধারণ ভোটারদের প্রভাবিত করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নাম প্রকাশ না করার শর্তে জাতপুর এলাকার একাধিক ব্যক্তি জাগো নিউজকে জানান, যখনই কোনো নির্বাচন আসে তখনই এলাকার ভোটারদের প্রভাবিত করতে নানা কৌশল অবলম্বন করেন এই এনজিও পরিচালক। তাছাড়া ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালার খানপুর এলাকায় এক প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনাকালে সাধারণ মানুষের গণরোষ ও হামলার শিকার হন তিনি। ভয়ে এলাকার মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

এ ব্যাপারে তালা উপজেলা রিটার্নিং অফিসার মনোরজ্ঞন বিশ্বাস জাগো নিউজকে জানান, সাধারণ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বা চেষ্টা চলছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।