আজকের ধাঁধা : ০১ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘খোসা আছে বোঁটা নাই,
দিনে রাতে তারে খাই।’
২. ‘খেলতে যদি নিষেধ কর,
কেন তবে তুচ্ছ ধর?’
৩. ‘খেতে গেলে উল্টে লও,
লাগলে মুখে তেঁতুল দাও।’
৪. ‘খেতে বললে হই খুশি,
যেতে তেড়ে আসি।
পেয়ে বসলে পায় কান্না,
কী নাম বলে দাও না।’
উত্তর :
১. ডিম
২. খেলনা
৩. ওল
৪. গোল্লা
এসইউ/পিআর