সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার আশাশুনিতে অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার বড়দল এলাকার পাঁচপোতা বিল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জাগো নিউজকে বলেন, এলাকার লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথা ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এসএস/পিআর