প্রথমবারের মত বাংলাদেশি ছবিতে ইরফান খান


প্রকাশিত: ০৭:০১ এএম, ০১ মার্চ ২০১৬

উপমহাদেশের নন্দিত অভিনেতা ইরফান খান। সর্বশেষ বলিউডের ‘পিকু’ ও ‘জাজবা’ ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের এই শক্তিমান অভিনেতা নিয়মিতই অভিনয় করছেন হলিউডেও। এবার তাকে দেখা যাবে বাংলাদেশি চলচ্চিত্রেও।

সম্প্রতি দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার নতুন ছবি নিয়ে মুখ খুলেছেন। জানালেন, ‘ডুব- নো বেড অব রোজেস’ নামের এই ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা ইরফান খান। আর তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। সোমবার, ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।

সে মারফত জানা গেছে, ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ, সহ প্রযোজক হিসেবে থাকছে ইরফান খানের আইকে কোম্পানি। চলতি মাসেই ছবিটির চিত্রায়নের কাজ শুরু হবে।

প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত ইরফান খান। বিভিন্ন গণমাধ্যমে তিনি এ বিষেয়ে কথাও বলেছেন। আশা প্রকাশ করেছেন ফারুকীর ছবি দিয়ে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে বলে। সেইসঙ্গে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাংলাদেশি দর্শকদের সামনে হাজির হতেও মুখিয়ে আছেন তিনি।

এ বিষয়ে ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘কাছের মানুষরা ঠিকই অনুমান করছিলেন বড় কিছুর আয়োজন হচ্ছে। আমিও বড় পেন্সিল শেয়ার দিয়ে লিখেছিলাম ‘থিংক বিগ’! ইরফান খান কাজ করছেন আমার পরের ছবি ‘ডুব’-এ (ইংরেজি টাইটেল : নো বেড অব রোজেস)। শুধু অভিনয়ই করছেন না, তিনি ভালোবেসে ছবিটির সঙ্গে সহ-প্রযোজক হিসেবেও আছেন। ইরফান খান আমার প্রিয় অভিনেতাদের একজন। তার প্রতি কৃতজ্ঞতা আমাকে ভালোবাসার জন্য।’

ফারুকী স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘গোপনে ছবির প্রস্তুতি নেওয়া যে কতো কঠিন সেটা গত কয়েক মাস হাড়ে হাড়ে টের পেয়েছি! অবশেষে মোটামুটি প্রেস এমবার্গো থেকে মুক্ত আমি। এখন মন খুলে আমার নতুন ছবির কথা বলতে পারি।’

তিনি জানিয়েছেন, তিশা ও ইরফান ছাড়াও ‘ডুব’ ছবিতে অভিনয় করবেন নাদের চৌধুরী, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র, ব্রাত্য বসু এবং আরো অনেকেই।

প্রসঙ্গত, বলিউডে অনেক জনপ্রিয় ও পুরস্কারপ্রাপ্ত ছবিতে কাজ করেছেন শাহরুখ খানের খুব পছন্দের অভিনেতা ইরফান খান। তাকে দেখা গেছে ভারতের বিভিন্ন প্রদেশের ছবিতেও। পাশাপাশি হলিউডেও বেশ সুপরিচিত নাম ইরফান খান। অস্কারজয়ী পরিচালক অ্যাঙ লি’র ‘লাইফ অব পাই’, অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘অ্যা মাইটি হার্ট’ (অ্যাঞ্জেলিনা জোলি), ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’ (অ্যান্ড্রু গারফিল্ড, এমা স্টোন) , ‘জুরাসিক ওয়ার্ল্ড’ (ক্রিস প্রাট) ছবিতে দেখা গেছে তাকে। সামনে মুক্তি পাবে অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসের সঙ্গে তার ‘ইনফারনো’।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।