বিএনপির পদযাত্রা দেখে ভয় পেয়েছে আওয়ামী লীগ: মীর নাছির
বিএনপির পদযাত্রা দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে উল্লেখ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন। শনিবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রামের জালালাবাদ বটতলী এলাকায় পদযাত্রার আগে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে দুর্নীতিবাজদের দল উল্লেখ করে মীর নাছির বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা দেখে ভীত হয়ে পড়েছে। মনে হচ্ছে বিএনপির আগামী দিনের কর্মসূচির আগেই তারা দেশ ছেড়ে পালাবে।
আরও পড়ুন: কাটাছেঁড়া সংবিধানে তামাশার নির্বাচন হতে দেবে না বিএনপি: ফখরুল
বিএনপিকে জনগণের দল দাবি করে তিনি বলেন, আজ জনগণ জেগে উঠেছে। বিএনপি যেদিন চূড়ান্ত ঘোষণা দেবে সেদিন আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে। খালেদা জিয়া জনগণের নেত্রী। তার মতো নেত্রী ৫০ বছরেও সৃষ্টি হয়নি। তার রাজনীতি নিয়ে কোনো কথা বলার অধিকার আওয়ামী লীগের নেই। তিনি আবার যেদিন রাজনীতি শুরু করবেন তার এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগ পালাতে শুরু করবে। তারেক রহমান যেদিন দেশে আসবেন, সেদিন কোটি কোটি মানুষ তাকে সংবর্ধনা দেবে।
আরও পড়ুন: ‘বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগই অস্তিত্বে সংকট পড়বে’
বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ।
ইকবাল হোসেন/জেডএইচ/এমএস