অব্যাহত দরপতনে বাড়লো লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উভয় শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এনিয়ে সূচকের পতন হলো টানা ছয় দিন। তবে এদিন দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বাড়লেও সিএসইতে উল্টো চিত্র লক্ষ্য করা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১৩৮ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৪০ কোটি টাকা।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪৮৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৭২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকা।
এসআই/একে/আরআইপি