কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত
কাশ্মীরে হিজবুল মুজাহেদিন জঙ্গি গোষ্ঠীর তিন সদস্য নিহত হয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় বুধবার রাতে এক বন্দুকযুদ্ধে ওই জঙ্গিরা নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিদের অবস্থান জানতে পেরে বুধবার রাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। নিহত জঙ্গিরা হলেন, আশিক হোসেইন ভাট, মোহাম্মদ ইসাক পারাই এবং আসিফ আহমেদ মির।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উধামপুর হামলার ঘটনায় জঙ্গিদের আশ্রয় দিয়েছিল ভাট। জঙ্গিদের আস্তানা থেকে তিনটি একে রাইফেল উদ্ধার করা হয়েছে। সেখানে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য হিন্দু
টিটিএন/আরআইপি