খালেদা জিয়ার কাজ দখল আর মানুষ পোড়ানো : ছায়েদুল হক


প্রকাশিত: ১১:১৮ এএম, ০৩ মার্চ ২০১৬

শেখ হাসিনার রাজনীতি হচ্ছে জনসেবা আর সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করা। আর খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে দখল ও মানুষ পোড়ানো। লক্ষ্মীপুরের এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাজনৈতিক দল ও রাজনীতির উদ্দেশ্য হচ্ছে নিম্ম-স্তরের মানুষদের উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া। বিএনপির ক্ষমতা আমলে জাল যার, জলা তার নীতিতে বিএনপি নেতাকর্মীরা দেশের খাল, বিল-জলাশয় দখল করেছেন কিন্তু শেখ হাসিনা এসে আইনের মাধ্যমে জেলেদের অধিকার প্রতিষ্ঠা করেছেন।

বর্তমান সরকার আমলে বিশ্বের দরবারে মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থান অর্জন করেছে। এ সময় ইলিশ সম্পদ রক্ষায় জাটকা মাছ না ধরার আহ্বান জানিয়ে জেলেদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়ার সরকারি পরিকল্পনার কথা জানান তিনি।

‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালি দিন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, নৌ-পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু ও রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু প্রমুখ।

পরে রামগতির আলেকজান্ডার আদালত ঘাট থেকে একটি বর্ণাঢ্য নৌ-র‌্যালী শুরু হয়ে মেঘনা নদীর ৭ কিলেমিটার ঘুরে স্থানীয় গাবতলী ঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নৌবাহিনী, কোষ্টগার্ড ও নৌপুলিশের দুটি জাহাজসহ শতাধিক নৌকা ও স্পিডবোর্ডে করে জেলে ও সংশ্লিষ্টরা অংশ নেন।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদনের লক্ষ্যে ১মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। লক্ষ্মীপুর জেলায় ৩৬ হাজার ৭শত ১২ জন জেলে রয়েছে। তবে বে-সরকারি হিসেবে নদীতে জেলের সংখ্যা দ্বিগুন।

কাজল কায়েস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।