চাঁপাইয়ে দুই পুলিশ সদস্য নিহত : সেই চালক ফেন্সিডিলসহ আটক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেন্সিডিলসহ ঘাতক ট্রাক ও এর চালক সিরাজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জের কশিয়াবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তিনি ওই গ্রামের মৃত আবদুল আওয়ালের ছেলে।
গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রহমান জানান, শিবগঞ্জের কশিয়াবাড়িতে অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, ওই ট্রাক থেকে ১৪৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। চালক সিরাজ আলী ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
উলেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পুকুরিয়া এলাকায় বৃহস্পতিবার ভোরে ট্রাক চাপায় শিবগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়।
নিহতদের মধ্যে এসআই সাদিকুলের বাড়ি দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার রাজারামপুর এলাকায়। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। অপরজন জয়পুরহাটে ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে শিক্ষানবীশ সার্জেন্ট আতাইল ইসলাম।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানান, ট্রাকে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কানসাট গোপালনগর মোড়ে একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল অমান্য করে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের ওই দুই কর্মকর্তা মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করে। ভোর সাড়ে ৫টার দিকে কানসাট পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
আব্দুলাহ/এমএএস/পিআর