নিজের উপার্জিত অর্থও খরচ করতে পারে না নারীরা : চুমকি


প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৪ মার্চ ২০১৬

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, একই ধরনের কাজ করেও অনেক সময় নারী ও পুরুষের মধ্যে বেতনের বৈষম্য করা হয়। আবার নিজের উপার্জিত অর্থও অনেক ক্ষেত্রে নারীরা খরচ করতে পারেন না।
 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স এর লিড কনসালটেন্ট মো. শরিফুল আলম এবং স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামিনা চৌধুরী বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, তামাকের ফলে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মা জানেন না তামাক তাদের বাচ্চাদের শরীরের কী ক্ষতি করে।

তিনি আরো বলেন, বাংলাদেশে সকল এনজিও নারী ও শিশুর জন্য যে পরিমাণ টাকা সরকার ও বিদেশ থেকে পায় তা বাংলাদেশ সরকারের বাজেটের প্রায় কাছাকাছি। কিন্তু তারা একই এলাকায় একই বিষয়ে অনেক কাজ করে। বাংলাদেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সব এনজিও একসাথে কাজ করলে বাল্যবিবাহ এবং তামাকে নারী ও শিশুর যে ক্ষতি হয় তা বন্ধ করা সম্ভব।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।