বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলায় নিহত ১৭


প্রকাশিত: ০৩:১২ এএম, ০৫ মার্চ ২০১৬

ইয়েমেনে একটি বৃদ্ধাশ্রমে হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার বন্দর শহর এডেনে হামলা চালিয়েছে চার বন্দুকধারী।

স্থানীয় এক কর্মকর্তা জানান, এডেনের শেইখ ওথমান জেলার একটি বৃদ্ধাশ্রমে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই বন্দুকধারীরা নিরাপত্তারক্ষীদের কাছে জানিয়েছিল তারা তাদের মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। একথা বলে তারা ভবনে প্রবেশ করে এবং গুলি ছোড়া শুরু করে।

তাদের গুলিতে ছয় ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী, স্থানীয় চার নার্স, চার নিরাপত্তাকর্মী এবং ‍তিন পরিচ্ছন্নতাকর্মী প্রাণ হারান।

হামলার পরই বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

ইয়েমেনে সাধারণত জঙ্গি গোষ্ঠীরাই এধরনের হামলা চালিয়ে থাকে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।