চট্টগ্রামে ডাকাতের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
চট্টগ্রামে ডাকাতের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন ডাকাতকে আটক করা হয়।
শুক্রবার রাতে শহরের অনন্যা আবাসিক এলাকার একটি প্লটের মাঝখানে প্রায় দুই হাত গর্ত খুঁড়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি একনলা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোরের পিস্তল, চাপাতি, তলোয়ার, ছোরাসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র রয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মোহাম্মদ শাহজাহান কবির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার পুলিশ চট্টগ্রাম মহানগরী এবং বোয়ালখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন, রায়হান এবং তপন নামে তিনজনকে আটক করে। পরে সাদ্দামকে আদালতে সোপর্দ করে রায়হান ও তপনকে নিয়ে অভিযানে নামে।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরমান প্রকাশ জিসানকে নগরীর চান্দগাঁও থানার মোহরা সরালিয়া পাড়া এলাকা থেকে, ফজলুল করিম রিংকুকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী থেকে এবং মামুনকে বায়েজিদ বোস্তামি থানার মীরপাড়া এলাকা থেকে আটক করা হয়।
এ তিনজনের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে অনন্যা আবাসিক এলাকায় যায় পুলিশ। সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
জীবন মুছা /এমএমজেড/এএইচ/এবিএস