গাজীপুরে ৪ দিনে ৩৬৩ মামলা!


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৫ মার্চ ২০১৬

গাজীপুর ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান চালিয়ে চারদিনে ৩৬৩টি মামলা করেছে। গত মঙ্গলবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

টঙ্গী স্টেশন রোড, মীরের বাজার, চেরাগআলী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তাসহ মোট ৬টি পয়েন্টে বিশেষ চেক পোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিটনেসবিহীন গাড়ি, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, অবৈধ পার্কিং, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নির্দিষ্ট লেন মেনে গাড়ি না চালানোসহ ট্রাফিক আইনের বিভিন্ন ধারা ভঙ্গ করায় এসব মামলা হয়েছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, অভিযানকালে মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও মূলসড়কে চলাচল করায় ৩টি নছিমন, ইজিবাইকসহ মোট ২৯ বাস, ট্রাক ও সিএনজিকে অবৈধভাবে রাস্তা দখল করে যানজট সৃষ্টির অভিযোগে ঘটনাস্থলে রেকারিং করে নগদ ৩৬ হাজার জরিমানা আদায় করা হয়।

তিনি জানান, আগে থেকে ঢাকঢোল পিটিয়ে রাস্তায় অভিযান চালাতে নামলে গাড়ি চালকরা সর্তক হয়ে রাস্তায় ফিটনেস ও মেয়াদহীন কাগজপত্র সম্বলিত গাড়ি চলাচল কমিয়ে দেয়। এবার আগে থেকে অভিযানে খবর না জানিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী মাস থেকে প্রতিমাসে ৩টি করে বিশেষ অভিযান চালানো হবে।
                    
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।