সিপিবির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


প্রকাশিত: ০৩:২৯ এএম, ০৬ মার্চ ২০১৬

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ (রোববার)। এ উপলক্ষে আজ বিকাল পাঁচটায় কমরেড মনি সিংহ সড়কের মুক্তি ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
 
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে শ্রমিক কৃষক, ক্ষেত মজুরসহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
কমিউনিস্ট পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্র্রাজ্যবাদ বিরোধী লড়াই, যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামেই সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে।
 
এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।