মন্ত্রীরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৮ মার্চ ২০১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের মন্ত্রী এমপিরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন। যাতে সত্যের লেশ মাত্র নেই। খালেদা জিয়া ও তারেক তারেকের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা কোন শিষ্টাচারের মধ্যে পড়ে না।  

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে নারী দিবস উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ববতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সরকারের নৈতিক কোন বৈধতা নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে নারীদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তিনি বলেন, সভ্য গণতান্ত্রিক দেশে যেভাবে নারী দিবস পালিত হয় বাংলাদেশে সেভাবে কর্মসূচি করতে দেয়া হয় না।

তিনি বলেন, নারীর মর্যাদা রক্ষায় জিয়াউর রহমান মহিলা মন্ত্রণালয় করেছেন পরে খালেদা জিয়াও নানা কাজ করেছেন। তবে বর্তমান বাস্তবতায় নারীরা নিজেদের গুনে অধিকার ফিরে পাওয়ার জন্য কাজ করছেন।

নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে একযোগে কাজ করারর আহ্বান জানান ফখরুল। পরে নারী দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধন করেন তিনি।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।