বরফের শুভ্রতার মাঝে এক টুকরো বাংলাদেশ


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৯ মার্চ ২০১৬

হিমালয়ের কোল ঘেঁষে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। চারদিক বরফে মোড়া পাহাড়ের অপরূপ সৌন্দর্যে দুই চোখ ভরে যায়। এরই মাঝে দেখা মিলল এক টুকরো বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল অবস্থান করছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। স্টেডিয়াম কিংবা স্টেডিয়ামের বাইরে ভাল কিংবা খারাপ সব সময় বাংলাদেশ দলের পাশে থেকে গলা উঁচিয়ে অকুন্ঠ সমর্থন দিতে বরফের শুভ্রতার মাঝে এক টুকরো বাংলাদেশ হিসেবে স্বগৌরবে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন (বিসিএসএ)- টাইগার্স।       

ভারতে শুরু হয়েছে আধুনিক ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল আসরে খেলতে পারছে না বাংলাদেশ। তার আগে খেলতে হচ্ছে বাছাই পর্ব। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে টাইগাররা। আর যেখানে বাংলাদেশ সেখানেই ‪‎বিসিএসএ- টাইগার্সরা‬। সুতরাং, ধর্মশালায়ও পৌঁছে গেছে বিসিএসএ- টাইগার্সরা।

ক্রিকেট পাগল দেশটির কিছু অন্তঃপ্রাণ ক্রিকেটপ্রেমি দর্শক ছুটে গেছেন বরফে ঘেরা ভারতের ধর্মশালাতে বাংলাদেশ টাইগার্সদের উৎসাহ যোগাতে। গ্যালারিতে বসে ‘বাংলাদেশ’ ‘বাংলদেশ’ বলে চিৎকার করছে,  আর তুষারে ঘেরা ধর্মশালার বুকে  উড়ছে লাল-সবুজের পতাকা। তখন যেন তুষারের শুভ্রতায় ঘেরা স্টেডিয়ামটি হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ।

এমআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।