এখন থেকে মোবাইলে শেয়ার বাজারের লেনদেন


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৯ মার্চ ২০১৬

এখন থেকে শেয়ার বাজারের লেনদেন করা যাবে মোবাইলে। বুধবার সকালে  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডিএসই সূত্রে জানা যায়, বিনিয়োগকারীরা মোবাইলে লেনদেন করতে চাইলে তা সিকিউরিটিজ হাউসের মাধ্যমে করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন মোবাইল ট্রেডার তার লেনদেনের অর্ডার সম্পন্ন হয়েছে কি না, তা জানতে পারবেন। তবে লেনদেন করতে চাইলে প্রতিবার অর্ডার দেয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীকে পাসওয়ার্ড দিতে হবে। প্রাথমিকভাবে তিন মাস এ সুবিধা গ্রহণের জন্য বিনিয়োগকারীদের কোনো চার্জ বা ফি দিতে হবে না। পরে প্রতি মাসে নির্দিষ্ট হারে ফি দিতে হবে। প্রথম সপ্তাহে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার বিনিয়োগকারী মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন।

মোবাইলে লেনদেনের বিষয়ে ইতোমধ্যে ডিএসই ২৩৪ ব্রোকারেজকে প্রশিক্ষণ দিয়েছে জানিয়ে ডিএসইর এমডি ড. স্বপন কুমবার বালা বলেন, বিএসইসির উদ্যোগে প্রশিক্ষণ দেয়ার জন্য গঠিত টেকনিক্যাল কমিটির মাধ্যমে বিনিয়োগকারীদেরকেও মোবাইল লেনদেনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

সাংবাদিক সম্মেলনে ‘ডিএসই-মোবাইল’ অ্যাপস বিষয়ক একটি নিবন্ধ উপস্থাপন করেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন। তিনি বলেন, বিনিয়োগকারীরা এই অ্যাপসের মাধ্যমে নিজেই ক্রয়-বিক্রয়ের নির্দেশ দিতে পারবেন। তবে অ্যাপসটি চালু করতে হলে ডিলার ও ব্রোকারেজ হাউজের প্রধান অফিস বা শাখা অফিসে রেজিস্ট্রেশন করতে হবে।

তিনি আরো বলেন, বিনিয়োগকারী যদি নিয়মের মধ্যে থেকে ক্রয়-বিক্রয়ের নির্দেশ দেন তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যাবে। লেনদেন নিষ্পন্ন হওয়ার বিষয়ে নোটিফিকেশনও পাবেন। তবে কোনো বিনিয়োগকারী যদি নিয়মবহির্ভূতভাবে কোনো শেয়ার ক্রয় বা বিক্রয়ের অর্ডার দেন তাহলে ব্রোকারেজ হাউজ তা বন্ধ করতে পারবে।

ডিএসইর পরিচালক ওলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার, ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।