আজকের এইদিনে : ১১ মার্চ ২০১৬


প্রকাশিত: ০১:৫৮ এএম, ১১ মার্চ ২০১৬

১৩৯৯  খ্রিস্টাব্দের এই দিনে তৈমুর লঙ সিন্ধুনদ অতিক্রম করে ভারতে আসেন।

১৭০২  খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশিত হয় ।

১৭৯৫  খ্রিস্টাব্দের এই দিনে কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।

১৮২৩  খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় প্রথম সাধারণ স্কুল চালু হয়।

১৮৪০  খ্রিস্টাব্দের এই দিনে দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।

১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।

১৯১৭  খ্রিস্টাব্দের এই দিনে বৃটিশ বাহিনীর বাগদাদ দখল।

১৯১৮  খ্রিস্টাব্দের এই দিনে মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয় ।

১৯১৮  খ্রিস্টাব্দের এই দিনে শিশুসাহিত্যিক ইন্দিরা দেবীর জন্ম।

১৯২০  খ্রিস্টাব্দের এই দিনে আমির ফয়সলের নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা।

১৯৩১  খ্রিস্টাব্দের এই দিনে জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউর মৃত্যু।

১৯৩৫  খ্রিস্টাব্দের এই দিনে ব্যাংক অব কানাডা চালু হয় ।

১৯৩৮  খ্রিস্টাব্দের এই দিনে জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।

১৯৪০  খ্রিস্টাব্দের এই দিনে যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।

১৯৪৮  খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়।

১৯৪৯  খ্রিস্টাব্দের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।

১৯৫৫  খ্রিস্টাব্দের এই দিনে নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিংয়ের মৃত্যু।

১৯৬৬  খ্রিস্টাব্দের এই দিনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।

১৯৭৭  খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন পররাষ্ট্র দফতরের রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্টের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।

১৯৯১  খ্রিস্টাব্দের এই দিনে ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেমের ইন্তেকাল।

১৯৯২  খ্রিস্টাব্দের এই দিনে পাঞ্জাবে শিখ জঙ্গীদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত।

১৯৯৪  খ্রিস্টাব্দের এই দিনে এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত।

২০০০  খ্রিস্টাব্দের এই দিনে ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।