বাণী-বচন: ১২ মার্চ ২০১৬


প্রকাশিত: ০১:৫৬ এএম, ১২ মার্চ ২০১৬

গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম। -আরবি প্রবাদ

ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে। -সিমোনিডে

ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়। -অজানা

জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। -চীনা প্রবাদ

বচন
চৈত্রে দিয়া মাটি,
বৈশাখে কর পরিপাটি।

এইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।