সেমিফাইনাল খেলবে ভারত : দ্রাবিড়


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৩ মার্চ ২০১৬

এশিয়া কাপের শিরোপা জিতে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিয়েছে ধোনি বাহিনী। এবার তাদের লক্ষ্য দেশের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার। ঘরের মাঠে বিশ্বকাপের আগে ভারতীয় দল বর্তমানে যে ফর্মে রয়েছে তাতে তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ভারত ছাড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা আছে বলেও মত দেন তিনি।

মুম্বাইতে ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি মনে করছি ভারত শীর্ষ চারে পৌঁছাবে। তবে সেমিফাইনাল এবং ফাইনালে কোন দলের দিনটি ভাল যাবে-এটাই একমাত্র প্রশ্ন। গত দুই বছর যাবত ভারতীয় দল অসাধারণ খেলে আসছে। আমার মতে বর্তমান ভারতীয় দল এবং এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভাল দিক হচ্ছে তাদের গভীরতা। এই মুহূর্তে তাদের রয়েছে অলরাউন্ড গভীরতা।

চলতি বিশ্বকাপে অন্য দলগুলোর সম্ভাবনা নিয়েও কথা বলেন দ্রাবিড়। ভাল দল ও ম্যাচ জেতানোর মতো প্রমাণিত খেলোয়াড় থাকায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের অন্যতম শিরোপা দাবিদার বলেও উল্লেখ করেন তিনি।

দ্রাবিড় বলেন, অস্ট্রেলিয়া দলের গভীরতাও অনেক বেশি। আইপিএলের কারণে তাদের অনেক খেলোয়াড়ই এই উপমহাদেশে খেলছে। সুতরাং ভারতে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। এছাড়া এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক এবং হাশিম আমলার মত খেলোয়াড় থাকায় দক্ষিণ আফ্রিকা সব সময়ই খুব শক্তিশালী দল।

একইভাবে ওয়েস্ট ইন্ডিজ দলেও রয়েছে অনেক ম্যাচ উইনার ও পাওয়ার হিটার। এরপর উপমহাদেশের পাকিস্তান ও শ্রীলংকা দলে অনেক ভাল মানের স্পিনার আছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে তারাও ভাল করতে পারে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।